শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

স্বপ্নে দুজন



স্বপ্নে দুজন

- যাযাবর জীবন

কোন একদিন,
কোন একদিন সাগরের তীর ধরে
হেঁটে যাব অনেক অনেক দূরে
স্বপ্নের ঘোরে
তুই আমি দুজনে,
হাতে হাত থাকবে দুজনার
ছুঁয়ে থাকবে ঠোঁটে ঠোঁট
মনে মনে বুকের ধুকপুক ধুকপুক যখন
হৃদয়ের কথা শুনব কান পেতে দুজন,
তারপর আবার
হেঁটে চলে যাব বহুদূর বহুদূর
হাতে হাত রেখে
ঠোঁটে ছুঁয়ে ঠোঁটে
মন রেখে মনে
হৃদয় আর হৃদয়ে
ভালোবাসায় মাখামাখি হয়ে
দুজনে
আর
দুজনে........................




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন