শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬

গোধূলির ধুপ



গোধূলির ধুপ
- যাযাবর জীবন

সূর্য দেখেছিস?
অস্তগামী,
তোর অনেক দিনের শখ আমাকে দেখার;
হ্যাঁ,
ঠিক ধরেছিস;
আমি গোধূলির ধুপ;

তুই সূর্যে পেতে চেয়েছিলি আমায়
আমি শুধুই অন্ধকার।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন