শনিবার, ২২ অক্টোবর, ২০১৬
খোঁজে খোঁজে
খোঁজে খোঁজে
-
যাযাবর জীবন
এখানে চাঁদ অন্যরকম
এখানকার চাঁদনি তোর মতন,
এখানেও মেঘ ভাসে
এখানেও চাঁদ হাসে
তোর মতন
তোর মতন;
আর তোকে ভালোবেসে
এখানে ওখানে
নদী আর সাগরে
বন আর পাহাড়ে
তোর খোঁজে খোঁজে
আমার এই যাযাবর জীবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পোস্ট
পুরাতন পোস্ট
হোম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন