মানবতা; কি সেটা?
- যাযাবর জীবন
একটি মাত্র মুখ
Bed Tea দিয়ে শুরু
সকালের নাস্তা
Brunch
Lunch
বিকালের নাস্তা
Evening Tea
Supper
Dinner
এক মুখে কত আর খাবি রে মানুষ
কত আর ধরে রে এক পেটে তোর? হে মানব;
গরুতো সারাদিনই জাবর কাটে
তুই নাকি সৃষ্টির সেরা জীব দুনিয়াতে!
একটি মাত্র পেট
তার কত চাহিদা
কত তার ক্ষুধা
পরিণাম লোভ, লালসা
অপরাধ? তার ফিরিস্তি না হয় নাই দিলাম;
আরে ওরে মানুষ
হারাম উপার্জনে দুর্গন্ধ লাগে না?
মনুষ্যত্ব কোথায়?
কোথায় বিবেক কোথায় তাড়না?
আরে কুকুর না হয় ডাস্টবিনে মুখ দেয় ক্ষুধার তাড়নায়
তোর ক্ষুধার সীমা কোথায়?
কত প্রাণীই তো দু পায়ে দাঁড়ায়
বানর, হনুমান, শিম্পাঞ্জী ইত্যাদি ইত্যাদি
দুপায়ে কখনো খেলা দেখায় ট্রেনিং প্রাপ্ত কুকুর
সার্কাসে হাতি
আরে আরে! দু পায়ে তো দাঁড়ায় মনুষ্য নামের প্রাণী;
তবে?
তোর আর ওদের মাঝে পার্থক্য কোথায়?
মানবতায়?
সেটা কোথায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন