শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

ইচ্ছে তোতে



ইচ্ছে তোতে
- যাযাবর জীবন

উড়তে আর ভালো লাগে না
ভালো লাগে না ভাসতে
অনেক দিন হয়েছে ঠোট শুকনো
এবার ডুবতে ইচ্ছে করছে
তোর ঠোটে;
অনেকদিন ছিলাম গভীর ঘুমে চোখবন্ধ
অনেকদিন প্রেম থেকে মন রেখেছিলাম অন্ধ
আজ চোখ মেলতেই তুই
আজ মন খুলতেই তুই
আজ ডুবতে ইচ্ছে করছে তোতে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন