তোর নেশা
- যাযাবর জীবন
সিগারেট
মদ
ড্রাগস
নেশার কত প্রকারভেদ?
সময়ের সাথে সাথে এক সময় ফুরোয় নেশা
আর নয়তো নেশার নেশায় একসময় ফুরিয়ে যায় নেশাখোর;
সেই শৈশব থেকে এক ভয়ঙ্কর নেশা ঢুকে গেছে আমার রক্তে,
"তোর নেশা, তোকে ভালোবাসার নেশা'";
সময় গাড়ি পাড়ি দিয়ে
আজ আমরা বার্ধক্যের দ্বারে
আমাদের ভালোবাসার কত যুগ পার হয়েছে বলতে পারিস?
দিনক্ষণের হিসাব রাখি নি আমিও
শুধু মনে আছে বোধ হওয়ার পর থেকে "তুই" নেশা আমার রক্তে;
'তোর' নেশা তো আজো কাটে নি আমার,
আজো অষ্টপ্রহর আমি 'তোতে'ই মাতাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন