বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

তোর ঠোঁটে তোতে মিশে



তোর ঠোঁটে তোতে মিশে
- যাযাবর জীবন

ঠোঁটে হারাইনি কত দিন?
তোর ঠোঁটে,
চুমুর আবেশে
ভালোবেসে;

তুই আমার সবজান্তা
ভেতর ও বাহিরে
দেহে ও মনে
ঠোঁটে ঠোঁট রেখে;

আমি চিনি তোকে সব রূপে
অভিমানে ঠোঁট বাঁকিয়ে
অনুরাগে চুল ঝাঁকিয়ে
ভালোবেসে ঠোঁটে ঠোঁটে;

সকালের চুমুতে দুপুর গড়াতে তোর জুড়ি মেলা ভার
দুপুরে ঠোঁটে ডুবে সন্ধ্যের সূর্যাস্ত লাল
রাতঘুমে বড্ড অস্বস্তি, আমার সারা শরীরে তোর ভার
বড্ড অন্যরকম ছিল আমাদের দিনগুলো, এইতো সেদিনও;

আজ অনেকগুলো দিন পার হয়েছে গেছে শুকনো ঠোঁটে
আজ বড্ড চুমু খেতে ইচ্ছে করছে তোর ভেজা ঠোঁটে
সেই আগের মত করে, সকাল থেকে দুপুর পেরিয়ে সন্ধ্যে
তারপর রাতঘুমে, তোর ভারে তোতে মিশে।











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন