শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

খুব সহসা



খুব সহসা
- যাযাবর জীবন

খুব সহসা কথা হয় না তোর সাথে
হয় না দেখা খুব সহসা
তবুও তোর কথা মনে করা
কারণে আর অকারণে তোকে ভালোবাসা
খুব সহসা;
আমাদের জীবনটা খুব অদ্ভুত
তাই না?
ভালোবাসা টেনে নেয় ভালোবাসা
খুব সহসা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন