শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬

কোথায় গড়ায় ভালোবাসা?



কোথায় গড়ায় ভালোবাসা?
- যাযাবর জীবন

ভালোবাসা চিরদিন এক রকম থাকে না
সময়ের সাথে সাথে কমে বা বেড়ে যায়
তোর ক্ষেত্রে পারদের কাটা বাড়তে বাড়তে
ভালোবাসা হয়েছে লাল
সইতে পারবি না আজকাল;

ভালোবাসা এক জায়গায় স্থির থাকে না
নদীর মত, স্রোতের মত গড়ায়
তোর ক্ষেত্রে নদী গড়িয়ে সাগরে
জ্যোৎস্না গড়ায় মহাসাগরে
রাখতে পারবি আমায় বুকের ভেতরে?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন