শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬

স্মৃতির দায়



স্মৃতির দায়
- যাযাবর জীবন

আমি তোকে ভুলি নি সেদিন,
মনে রেখেছিলাম কি আদতে তখন?
মানুষই মানুষকে মনে রাখে
মানুষই আবার ভুলে যায়, মানুষ'কে;
প্রেম ভোলা যায় কি?
ভালোবাসা?
তবে কেন রাত জেগে তারা গোনা
আর জ্যোৎস্নায় ভিজে যাওয়া;

এখনো কি ভালোবাসি তোকে?
কিংবা তুই আমায়?
মনে রাখা কিংবা ভুলে যাওয়া, শুধুই স্মৃতির দায়;

প্রেম ছাড়া কদিন বাঁচা যায়?
কিংবা তোকে ছাড়া?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন