রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

ঘুমঘুম ভোর



ঘুমঘুম ভোর
- যাযাবর জীবন


ভোরে ঘুম ভাঙতেই চোখ ঝুল বারান্দায়
রোদ রঙ মাখা লালাভ সকাল
অনেক দূরে কোথায় জানি মন খারাপের একরাশ কুয়াশা
মনের চালে ঝরছে টুপটাপ
কাল রাত ছিল তোতে মন বন্ধ
সকাল রোদে নাকে তুই তুই গন্ধ,
রোদের ডানায় চল মন আকাশ
চল হারিয়ে যাই দিগন্ত নীলে আজ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন