রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

দূর থেকে ভালোবাসা


দূর থেকে ভালোবাসা
- যাযাবর জীবন


ঐ দূর থেকে ভালোবাস, এই তো বেশ ভালো
যতবার কাছে আসিস ততবার রক্তাক্ত,
আমার সারা গায়ে কাঁটা কাঁটা, গিরগিটী রঙ মাখা
কাঁটা বাছতে বাছতে তুই খামোখা বিরক্ত;

দূর থেকে ভালোবাসা
এই ভালো বেশ ভালো
কেন রে কাছে আসিস?
হতে বারবার রক্তাক্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন