রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

রোদের খেলা



রোদের খেলা
- যাযাবর জীবন


রোদ খেলছে জানালায়
মনে তুই,
কত রকম খেলাই না খেলে মন
হাসি কান্নার,
সূর্য খেলে দিনের সাথে
জ্যোৎস্না খেলে রাতে
রঙের খেলা রঙের সাথে
মন খেলে তোতে,
খেলা খেলায় কোন একদিন খেলতে আসবে মৃত্যু
খুব হঠাতই জীবন ঘরে
সেদিন আর ভোর দেখা হবে না আমার
আজকের মত করে
অন্ধকার খেলবে সেদিন সাড়ে তিন হাত ঘরে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন