চাওয়া পাওয়ার ফারাক
- যাযাবর জীবন
মনে কত রকম স্বপ্নই না আশা বাঁধে
আর নির্ঘুম রাত কাঁদে চাঁদের টর্চ জ্বেলে
আমি বৃষ্টি হতে চাই তুই মেঘ হলে
ঢেউ হব তুই সাগর হলে
নীল হই তুই আকাশ হলে
রাত তো হয়েই থাকি চাঁদনি না এলে
আদতে কিছুই হওয়া হয় না আমার
শুধুশুধুই কলম ভেজায় কাগজ, কান্না ছলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন