চাঁদের সকাল
- যাযাবর জীবন
সকাল হয়েছে চাঁদের
সূর্যের এখন রাত
ভালোবাসা গোধূলিতে
অভিমানে রেখে হাত
শীতের লেগেছে সর্দি
গায়ে অনেক জ্বর
ভালোবাসা কাঁপছে ঠকঠক
অভিমান করেছে ভর
আমার প্রিয় বর্ষা
তুই হেমন্ত প্রেমী
ভালোবাসা ছিল তোর
ভুল আমারই
কুয়াশা ঝরছে টুপটাপ
মন খারাপ তোর
আমি গভীর রাত
কখনো হব না ভোর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন