রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

রাতের কাছে ফেরা



রাতের কাছে ফেরা
- যাযাবর জীবন


আমি কোথাও যাই না, মন যায়
এখানে ওখানে ঘুরে বেড়ায়
আমি রাতের কাছে থাকি
অন্ধকার হয়ে,
মাঝে মাঝে চাঁদ কথা বলে, জ্যোৎস্না হলে
মাঝে মাঝে তারা জ্বলে
মাঝে মাঝে জোনাক খেলে
উড়ে উড়ে, ঘুরে ঘুরে
আমি বেশ আছি রাত হয়ে
অন্ধকার নিয়ে, একা একা, এই বেশ ভালো;

তোর ঘরে বড্ড রৌদ্দুর, বড্ড আলো
তোর মনে অনেক কানামাছি, গুঞ্জন রাশি রাশি
থমকে থাকা দুপুর, বিষণ্ণ বিকেল, সে তো আমার একার!
চাঁদ তোর, সূর্য তোর, মন তোর আলো আলো;

রাত ঘুমিয়ে গেলে অন্ধকারের কি থাকে?
আমার ঘুমনোর সময় হয়ে এলো !

কেন বারবার ফিরে আসিস রাতের কাছে?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন