মন-নৌকা
- যাযাবর জীবন
মনের মাঝে যখনই তুই ভাসে
আকাশে চাঁদ হাসে, সূর্য হাসে
আজ তুই নেই এখানে
সূর্যটা সারাদিন ছিল মনমরা
চাঁদটাও মুখ লুকিয়েছে কুয়াশার ভাঁজে
অথচ কথা ছিল ভিজব দুজন জ্যোৎস্না স্নানে
আজকের রাতে বন-বিজনে
কে জানি কাঁদছে, বনের ভেতর
ভালোবাসাও নাকি অশরীরী হয়, চাঁদ-কান্না রাতে;
কই? আমি তো কাঁদতে পারি নি কখনই
ভালোবেসে কিংবা না বেসে
পাথরের আবার কান্না কিসে?
সন্ধ্যাটা কেমন টুপ করে ডুব দিয়েছে রাতের চাদরে
কই? আমি তো ডুবতে পারি নি তোর ভেতরে!
যেখানেই থাকিস জলকুমারী
তুই কিন্তু ঠিকই আছিস আমার ভেতরে,
চাঁদ হয়ে, সূর্য হয়ে
আলো হয়ে;
আমি না হয় রাতই হলাম তোর ঘুমে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন