রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

ক্ষুধা মন



ক্ষুধা মন
- যাযাবর জীবন


সন্ধ্যে নেমেছে, ঘরে ফিরছে পাখিরা
আমি নতুন দিগন্তে
আমার ফেরা হয় না কোথাও
পিঠে কাকডানা লাগালেই কি পাখি হওয়া যায়?

জাঁকিয়ে শীত নেমেছে হলুদ শর্ষে ক্ষেতে
আমার পথচলা সর্ষেদানা পায়ে
সকাল সন্ধ্যা পেটের টানে
ফুলের সুবাসে আমার কি আসে যায়?

আমি সন্ধ্যা আর রাতের বিষণ্ণতায় আটকে থাকি
পেছনের অতীতের ছোবল, সামনে রাত
আমি এগিয়ে চলেছি অন্ধকারে
পেট চেনে ক্ষুধা, মন কোথায়?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন