মন মুখোশ
- যাযাবর জীবন
মুখোস তো পড়াই থাকে মুখে
সেটা কোন সমস্যা নয়,
কিন্তু মন যখন মুখোশ!!
মাঝে মাঝে আয়নার আমাকে চিনতে বড্ড কষ্ট হয়
আমারই,
রোদ লাগুক
অভিমান নামুক
বৃষ্টি পরুক
কান্না ঝরুক
ঝড় আসুক
মন পুড়ুক
আমি মুখোস মুখে,
আনন্দ বেদনার অনুভূতিগুলো খুব সযতনে
মন মুখোশে;
আজ আমার আনন্দে হয়তো হাসবে কেও
আমি হাসতে দেখেছি তাদের, আমার কান্নায়
কাওকে চোখের সামনেই আর কাওকে আড়ালে,
মানুষের আহা উহু অনুভূতিতে জীবনের কি যায় আসে?
আমার সকল অনুভব আমারই, একান্তই নিজের,
মন মুখোশে।
জীবন বোধ এক একজনের এক এক রকম
আমারটা না হয় থাকুক আমার মন মুখোশে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন