রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

স্বপ্নের বিরতি


স্বপ্নের বিরতি
- যাযাবর জীবন


সূর্যটা সাগর ভেঙে উঠতে ঘুম ভেঙে যায় ভোরের
আমি রাত ঘুমিয়েছি তোর স্বপ্নে
সূর্য ডাকতেই জলপরী উড়ে গেছে স্বপ্ন থেকে
আকাশের ডাকে উঠেছে সূর্য
সাগরের ডাকে ঢেউ
সবার ডাকে আমার ছুটে ছুটে চলা
কোথায় আমার কেও?

দিন ডাকছে ডাকছে কাজ
পেট ক্ষুধা হতেই বাজে, নাচে ঢাক
স্বপ্ন কোথায় স্বপ্নিল ক্ষুধায়?
চল মন কাজে, স্বপ্ন থাক।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন