সোমবার, ১ জানুয়ারী, ২০১৮

উপলব্ধি বাস্তবতার



উপলব্ধি বাস্তবতার
- যাযাবর জীবন


যখন আমার সকল ভাবনা-স্বত্বা তোকে স্পর্শ করে
ঠিক তখনই তুই স্পর্শের অনেক দূরে
কারণে আর অকারণে;
যখন আমার সমস্ত ভেতর বোধ ঘিরে ধরতে চায় তোরে
ঠিক তখনই তুই বোধের অন্তরালে
কারণে আর অকারণে;

মন পাড়ি দেয়া কি এতই সহজ?
মাঝে দূরত্বের বিশাল সাগর,
দূরত্ব চিন্তা চেতনার
দূরত্ব মন মানসিকতার
দূরত্ব বয়সের
দূরত্ব সময়ের
দূরত্ব জীবনের
দূরত্বে দুজন
কারণ আর অকারণ;

হয়তো দূরত্ব নেই আমাদের ভালোবাসার
তবে বিশাল দূরত্ব পারিপার্শ্বিকতার
যেখানে অকারণই হয়ে যায় মুখ্য কারণ;

উপলব্ধি বাস্তবতার।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন