টাকার আমি
- যাযাবর জীবন
সাগরে এলেই মন কান্না
আকাশে সরু চাঁদে চাঁদনি
ঢেউ এর সাথে যুদ্ধরত ঢেউ
পানিতে ফসফরাসের জোনাকি,
সেই অনেক যুগ আগের কোন এক ভুল
এখনো অমাবস্যায় দেখি চাঁদনি
খুব মাঝে মাঝে দিনটাও অন্ধকার
আমি চিরকালের রাত্রি;
জানিস!
সেদিন মনে ভালোবাসা না এলে হয়তো আমি হতাম টাকার
আজ শুধুই তোর আর কবিতার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন