রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

আগুন স্নান



আগুন স্নান
- যাযাবর জীবন


উফফ! ভীষণ ঠাণ্ডা
ভিজছি তোতে
আগুনে বসে কিংবা তোর বুকে;

ভালোবাসা তো আগুনই, তাই না?
পোড়াতে জুড়ি নেই তোর, জলকুমারী;
শীত, গ্রীষ্ম কিংবা শরতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন