রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

ক্রিং ক্রিং ক্রিং ক্রিং



ক্রিং ক্রিং ক্রিং ক্রিং
- যাযাবর জীবন



সেদিন ছিল অলস দুপুর
আমি বিছানায় আড়মোড়ে
ভাতঘুমে একটু ঝিমুনি বোধহয়
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং
এই যাহ! ঘুমের বারোটা
বিরক্তিতে ক্রাডল টা উঠিয়ে চুপ করে ছিলাম কতক্ষণ জানি না
বাতাস কেটে ভেসে আসলো হালকা গলায় হ্যালোওওও
আহহ!! জলতরঙ্গ ভেসে এলো
ঘুম উধাও হলো;

আচ্ছা, এটা কি .....................???

কেও কিছু জানতে চাইছিল
আমার কানে গান বাজছিল
সেই প্রথম তোতে হারানো
শব্দের জলতরঙ্গে...............

এরপর দেখা হলো
কথা হলো
প্রেম হলো
দুজন দুজনে ভাসলাম
দুজন দুজনে ডুবলাম
তারপর রাত এলো

এরপর নদীতে কত জল গড়িয়েছে
আকাশে কত মেঘ ছড়িয়েছে
বন কতবার পাতা ঝরে ঝরে সবুজ হয়েছে
কতবার অতিথি পাখিরা উড়ে গেছে শীতের আকাশ হয়ে
কত কত জোয়ার ভাটা
কত কত অমাবস্যা পূর্ণিমা
সূর্যোদয় সূর্যাস্ত কত কত

সূর্য একটিই, চোখ ধাঁধায়
চাঁদ একটিই, চাঁদনি ঝরায়
তুই একজনই, আমায় কাঁদায়
প্রতি অমাবস্যা ও পূর্ণিমায়

কোথায় যেন রিং বাজছে
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং
আমি দিনের বেলায় চমকে উঠি
রাতঘুমে উঠে বসি
ঘুম আর জাগরণে মনের মাঝে বাজতে থাকে টেলিফোন
ক্রিং ক্রিং ক্রিং ক্রিং .....................

দিন মাস বছর পার হয়ে যুগ যুগ
আজো তোর জলতরঙ্গ শোনার জন্য কান ব্যাকুল।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন