ধুসর রাত
- যাযাবর জীবন
স্বপ্নহীন রাতগুলো মাঝে মাঝে ধুসর হতাশা ছড়িয়ে যায় কালোর ভেতর
জ্যোৎস্নাটাও কখনো ম্যাড়ম্যাড়ে হলদেটে শাড়ি পড়ে মন খারাপ করে
আমি অতীত খুঁড়ে চাঁদনি খুঁজি মনে সূর্যের টর্চ জ্বেলে
নাকে বুনো উদাসীনতার গন্ধ লাগে মন তুই হলে
অন্ধকার পিছলে নামে নারকেল পাতায়
হো হো ব্যাঙ্গ হাসে রাত, নির্ঘুম চোখের পাতায়
আমি স্বপ্নহীন হয়ে যাই তোকে স্বপ্ন দেখাব বলে
তুই ঘুমহীন চেয়ে থাকিস রাত ধুসর করে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন