রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

দৌড়



দৌড়
- যাযাবর জীবন


সহজলভ্যতা কোথায়?
ওহ্ মনে পড়েছে, পড়েছিলাম এক সময় শব্দকোষে,
সে অনেক আগেকার কথা
সেদিন খুব হেসেছিলাম সহজলভ্যতার মানে জেনে;

ক্ষুধা জানে খাদ্যের মূল্য
শরীর কর্মের,
সম্পর্ক? সে তো পুরোটাই স্বার্থের;

আমার জীবন হাঁটা বাস্তবতায়
কারো কারো দেখি শুধুই বিলাস,
খাদ্য বিলাস
বস্র বিলাস
স্বপ্ন বিলাস
সুখ বিলাস
দুঃখ বিলাস
হয়েছে বিলাস
হয় নি বিলাস
পেয়েছি বিলাস
পাই নি বিলাস
জীবনের রন্ধ্রে রন্ধ্রে বিলাস,
সহজলভ্যতা বিলাসের
অফুরন্ত অবসরে
বড্ড সহজলভ্যতা বিলাসের
কর্মহীন জীবনে;

আমার ঘোড়দৌড় খাদ্যাহ্নেষণে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন