রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

গাত্রবর্ণ


গাত্রবর্ণ
- যাযাবর জীবন


সকাল রোদে সবারই চোখ খোলে
মন খোলে ক'জনার?
রাতের কালো'তো সবার চোখেই
কারো মন অন্ধকার;

আমরা চামড়ার রঙ দেখি চামড়ার চোখে
সাদায় মন ছুটে
কালোয় অরুচি
দর্পণে নিজেকে কজন দেখি?

আয়না তো কাচেরই হয়, ভঙ্গুর সব সময়
মনের আয়নায় সৌন্দর্য দেখেছ কি?
সাদায় মন যাচে মনের আয়নায়
গাত্রবর্ণে কি এসে যায়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন