রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

মনকথা মনের মাঝে



মনকথা মনের মাঝে
- যাযাবর জীবন


কিছু কিছু কথা বুকের ভেতর
মাঝে মাঝে উঁকি চাদের মতন,
কিছু কিছু কথা সূর্যের মতন আলোকিত প্রতিদিন,
অনেকগুলো কথা অন্ধকার, রাতের মতন
ঘুমের আগে প্রতিরাতে মনে আসে
আর মাঝে মাঝে বিনিদ্র রাত চোখ কাঁদে,
কথার কি শেষ আছে?
মনকথা মনের মাঝে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন