রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

ভালোবাসার বোধোদয়



ভালোবাসার বোধোদয়
- যাযাবর জীবন


কখনো তো বুঝতে হবে আমি এখন অন্য কারো
বুঝতে হয় সময়, অবস্থান, পারিপার্শ্বিকতা
চোখ বন্ধ করে রাখলেই কি আর দিনভর স্বপ্ন-রাত?
ঘুম ভাঙতেই হয় কোন না কোন সময়ে;

তোর জীবনে সকাল হোক সূর্য উঠুক, সূর্য উঠুক
মনের ঘরে আলো আসুক, আলো আসুক
এবার তোর ঘুম ভাঙুক, ঘুম ভাঙুক

আমি সে নই যে তোকে ভালোবাসে
তুই সে নস যে আমায় বুঝতে পারে
হৃদয় ভরা অনুভূতি, মনে মন মেলে না
স্বপ্নঘোরে আর কতকাল ভালোবাসার ছলনা?

কেও একজন সত্যিকারে তোর জীবনে এবার আসুক
মন খুলে আপন করে হাত ধরুক, মন ধরুক
আদর করে সত্যিকারের ভালোবাসুক, ভালোবাসুক........।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন