নতুন বছরের শুভেচ্ছা
- যাযাবর জীবন
নতুন বছর
নতুন ভাবনা
পুরাতন যা কিছু ভেতরের ময়লা
ছাই হোক পুড়ে পুড়ে মনের কয়লা
যা কিছু দুঃখ আর যে সকল বেদনা
অনেক কিছুই ছিল না পাওয়ার যাতনা
কষ্ট যা কিছু উড়ে যাক আকাশে
নতুন গন্ধ নেব নতুন বাতাসে
অপূর্ণ স্বপ্নের পুরনো ভালোবাসা
নতুন জীবনে নতুন বাঁচার আশা
অতীত থেকে ভুল যাচার শিক্ষা
আগামীর জন্য হোক সংশোধনের দীক্ষা
নতুন বছরে নতুন করে
নতুন নতুন সব ভাবনা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন