জবর শীত তুইহীনা
- যাযাবর জীবন
শীত ছুঁয়ে দিতেই মন লেপ
মোজায় মোড়া গুটিসুটি অলস সময়
তুই ছুঁয়ে থাকলে রাত স্বপ্ন
বুকের ওমে জড়িয়ে নিতেই প্রজাপতি ভালোবাসা,
আমি ডুব দিয়ে উঠি তোর ভেতর থেকে
রৌদ্র পোহাবো বলে শীতের ভোরে,
শীত গড়ায় অলস দুপুরে
ঝিমানো রৌদ্দুরে কুয়াশার মেঘ
মুঠোর ভেতর সময় ভাংতে থাকে, তোকে ছাড়া
মন খারাপের গল্প লেখা হয় বিষণ্ণ বিকেলে;
আজ রাতে জবর শীত নামবে, তুইহীনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন