ভালোবাসা ও না বাসার সময়
- যাযাবর জীবন
ছুঁয়ে দিস না ওখানে
হ্যাঁ, ওখানেই
বুকের বাঁ পাশটায়;
ওখানে এক টুকরা মাংসপিণ্ডের বাস
ওখানে রক্তে আলোড়ন ওঠে
তুই ধুকপুক বুঝিস বুকে কান লাগিয়ে,
হ্যাঁ, ওটাই
ওটা আমার হৃদয়,
তোর একটু স্পর্শ ওখানে আলোড়ন হয়
তোর বোঝার কথা নয়
আরে! অস্তিত্ব আলোড়িত না হলে কি ভালোবাসা হয়?
কেও শুধুই ভালোবাসে
আর কেও আলোড়িত হয়
ভালোবাসা ও না বাসার সকল সময়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন