রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

জোড়ায় জোড়ায় জোড়া



জোড়ায় জোড়ায় জোড়া
- যাযাবর জীবন


কিছু কিছু রাত স্বপ্নময়
অপেক্ষার প্রহর আর প্রতীক্ষার সময়;

জীবন মানেই তো টুকরো টুকরো জোড়া
সময় জুড়ে জুড়ে কাল
অনুভূতি জুড়ে জুড়ে মন
ভালোবাসা জুড়ে জুড়ে দু:খ
জুড়তে জুড়তে এতটাই ভেঙে গিয়েছি যে
এখন আর স্বপ্ন জুড়ে না চোখে;
এখন আমার আর রাত জোড়া হয় না চাঁদে
দিন জুড়তে গেলেই গ্রহণ;

কত কত দিন কর্মময়!
অপেক্ষার প্রহর আর প্রতীক্ষার সময়;

আমি স্বার্থ জুড়ে জুড়ে সময় জুড়েছি
আর সময় জুড়ে জুড়ে অর্থ গড়েছি
তাই না রে?
ঠিক বলেছি?
নইলে পুড়ছি কেন চন্দ্র-স্নানে?
চাঁদে ভিজে চাঁদনি রাতে,
তুই বিহনে, তুই বিহনে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন