ভালোবাসার বিন্দু ও বৃত্ত
- যাযাবর জীবন
তুই দিনের
আমি রাতের
ব্যবধান সূর্যের,
তুই জ্যোৎস্নার
আমি অমাবস্যার
ব্যবধান চাঁদের,
যদি কখনো তুই সকালের হতে চাস
আমি কিভাবে জানি হয়ে যাই বিকেলের
মাঝে ব্যবধান রয়েই যায় পুরো একটা দুপুর হয়ে;
স্বীয় অবস্থানে আমরা শুধু এপাশ ওপাশ করি
যার যার কেন্দ্রে বসে
সময় আগায়, পথ আগায় না
অভিমান দৌড়োয় ভালোবাসার কেন্দ্রে বসে
বিন্দু সম্পূরক হয় বিন্দুতে
বৃত্ত পূরণ হয় না,
তোর
আমার
কিংবা ভালোবাসার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন