রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

মনের গণ্ডি



মনের গণ্ডি
- যাযাবর জীবন


মনের একটা গণ্ডি থাকে,
সকলেরই;

আমার গণ্ডিতে শুধুই তুই
ব্যাস, ব্যাসার্ধ, পরিধি জুড়ে
কেন্দ্রে ভালোবাসা;

যতক্ষণ সামনে তুই ততক্ষণই বর্ষাকাল
ভেজাতে জুড়ি নেই তোর
কখনো প্রেমে, কখনো চোখের জলে,
তবুও থাক, সামনে থাক, চোখের সামনে
ভালোবাসা কিংবা না বাসায় মাখামাখি হয়ে
গণ্ডির মাঝে, পরিধি জুড়ে;

যখনই তুই চোখের আড়াল
মরুভূমি বুকের চাতাল
তৃষ্ণার্ত শুষ্ক ঠোঁটে রাত ভিজে না
আমি শীতার্ত অন্ধকার;

আজ কি চাঁদ উঠেছে?
কুয়াশা ঝরাচ্ছে মাঘের রাত
অস্পষ্ট হয়ে যাচ্ছিস তুই পরিধির ওপারে
ভেতর কাঁপছে শীতে,
তুইহীনা নির্ঘুম রাত বড্ড অন্যরকম।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন