রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮

অজ্ঞাতবাসে


অজ্ঞাতবাসে
- যাযাবর জীবন


সেদিন অজ্ঞাতবাসের বিরতি শেষে
এগিয়ে গিয়েছিলেম তোর দিকে
তারপর?
তারপর কমলা রোদ
তারপর সূর্যাস্ত,
মনে নেই তুই ডুকরে উঠেছিলি কিনা আমায় দেখে
তবে তোর আনত চোখে ভালোবাসা ছিলো না কোথাও,
স্তম্ভিত হয়েছিলাম আমি
তারপর একরাশ অভিমান বুকে বিবর্ণ হয়েছিলাম নিজেতে নিজে
ব্যস, এইটুকু মনে আছে;

তারপর?
আবার আমি অজ্ঞাতবাসে
হলুদ বিকেল
কমলা রোদ এখনো খেলা করে
কারো না কারো মনঘরে
আমি কালো হয়ে গিয়েছি ভালোবেসে
হারিয়ে নিয়েছি নিজেকে অসীম অজ্ঞাতবাসে;

সোনালী রোদে এখনো কেও খোঁজে কি আমায়?
মাঝে মাঝে বড্ড জানতে ইচ্ছে করে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন