আমি বিহনে রাত
- যাযাবর জীবন
আমাদের দেখা না হলেই ভালো হতো,
কত ব্যালকনিতেই তো রোদ হেলান দিয়ে থাকে
অবহেলায় বিষণ্ণ হয়ে,
প্রেমিকার মন কেমন কেমন করে বিকেল রোদে
প্রেমিক কবিতা লিখে বিষণ্ণ গোধূলিতে;
একদিন আমার আকাশে সূর্য ডুবে যাবে,
একদিন তুই ঠিক ভালোবাসবি আমায়
কবিতার মত করে,
সেদিন বোকার মত কাঁদিস না কিন্তু আমি বিহনে রাত হয়ে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন