সোমবার, ১ জানুয়ারী, ২০১৮

যন্ত্রানুভুতি



যন্ত্রানুভুতি
- যাযাবর জীবন


যে ভোর দেখেনি সে সূর্যোদয় বোঝে না
যে জ্বলন্ত রৌদ্দুর বোঝে না রাগ তার কাছে বাতুলতা
যে ঢলে পড়া বিকেল চেনে না তার মন খারাপ হয় না
যে সূর্যাস্ত দেখেনি সে অভিমান বোঝে না
যে মেঘ দেখে নি সে কান্না বোঝে না
চাঁদ দেখে যে নির্লিপ্ত থাকে সে পাথর
যে জ্যোৎস্না দেখে না সে ভালোবাসা বোঝে না
ভালোবাসা থেকে যে দূরে থাকে সে পাষাণ;

আমি ভোর, সকাল, দুপুর কিংবা বিকেল চিনি না
আমি সন্ধ্যে, রাত, অমাবস্যা ও পূর্ণিমা চিনি না
আমার কাছে সময় মানে দিন, দিন মানে কাজ
আমার কাছে সময় মানে রাত, রাত মানে ঘুম,
রাগ,দুঃখ, হাসি, কান্না
মান, অভিমান, প্রেম, ভালোবাসা
মনুষ্যের অর্বাচীন অনুভব;

আমি শুধুই জীবন লাঙলে সময় চষে
টাকা উৎপাদন করে চলেছি,
ক্ষুধা মানবানুভুতি;

যন্ত্রের আবার অনুভূতি কি?






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন