বুধবার, ২৯ জুন, ২০১৬

ভালোবাসার খোঁজ



ভালোবাসার খোঁজ
- যাযাবর জীবন

ঈশান কোণে মেঘ উত্তুরে বাতাস
বায়ু কোণ থেকে ঝড় দক্ষিণে সাগর
অগ্নি কোণে বজ্র পূবে সূর্য
নৈর্ঋত কোণে তুই পশ্চিমে ভালোবাসা;
আমার কথা কেও বোঝে না
বোঝে ঝড়ো হাওয়া
আমার ভাষা কেও বোঝে না
সূর্য ডুবে যাওয়া
ভালোবাসা কেও বোঝে না
বোঝে চলে যাওয়া;

আমি অষ্টকোণে তোকে খুঁজি
জ্যোৎস্নার টর্চ জ্বেলে,
দিনরাত্রির অষ্টপ্রহরে।




মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

আমি ও জলকুমারী




আমি ও জলকুমারী
- যাযাবর জীবন

জলকুমারীরে ভোলে কে?
আমি যখন ডাঙায় সে তখন জলে
আমি জলে নামি তো সে ডাঙায় আড়মোড়া ভাঙে,
জলকুমারীও কি কম যায় ছলে?
কখনো ডাঙায় কখনো জলে;

আমি ছলা দেখি কলা খাই
মনকলার ছিলকায় ধপাস যাই
দিন আর রাতে মনের ঘরে,
জলকুমারী'কে মনে পড়ে।




রবিবার, ২৬ জুন, ২০১৬

চিরযৌবনা তুই



চিরযৌবনা তুই
- যাযাবর জীবন

কপালে বড় করে একটা কালো টিপ
ডানদিকে একটু বাঁকা,
নাকের ওপর নাকফুলটা
ঝিক করে চমকে ওঠে সোনা,
ঠোটের ওপর হালকা লালচে লিপস্টিক
দেখলেই বড্ড চুমু খেতে ইচ্ছে করে,
ভাসা ভাসা চোখ ছলছল
এই বুঝি টুপ করে ঝরে পড়বে মুক্তোদানা,
দু-কাঁধ বেয়ে নেমে আসা বন্য চুলের দোলা
বড্ড নাক ডুবিয়ে দিতে ইচ্ছে করে,
তোর খাঁজকাটা চিবুকে আঙুল ছোঁয়াতেই
পূর্ণ দৃষ্টিতে তাকালি আমার দিকে,
আমি হারালাম,
হারালাম তোতে;
সেই থেকে আজ অবধি।

তোকে দেখতে দেখতে এখনো বৃদ্ধ হয় নি আমার চোখ;
তুইও কিন্তু ঠিক তেমনি, আজো;
একদম প্রথম দিনের মত
সদ্য ফোঁটা
চিরযৌবনা;
তোর শরীরে নাক ডোবালেই তো যুঁই ঘ্রাণ;

থরে থরে পারফিউমের বোতলগুলো ঘরে সাজানো,
জং পরে গেছে মুখোগুলোতে।



শরীরের বিকেল



শরীরের বিকেল
- যাযাবর জীবন

যৌবন আর কদিনের?
শরীরের ঘরে;
যৌবনেরও বিকেল হয়,
রোদ ঢলার পরে।

শুক্রবার, ২৪ জুন, ২০১৬

ভালোবাসার বৃত্ত


ভালোবাসার বৃত্ত
- যাযাবর জীবন

চোখাচোখি
ভালোলাগা
কাছে আসা
প্রেম
আকাশে ওড়া
ভালোবাসার কাল,
অভিমান
অসন্তোষ
বিবাদ
বিচ্ছেদ
ক্ষরণ
জলে ভাসা
বিরহ কাল;

আবার চোখাচোখি
..
..
..
..
চক্র চক্রাকারে;

কেও ভালোবাসার খোঁজে হৃদয় খাঁজে
কেও ভালোবাসা পায় উরুর ভাঁজে,

বৃত্ত বন্দী ভালোবাসা বৃত্তের ভেতরে
পরিধি ছুঁয়েছে কে কবে?

শরীর আর মন
ভালোবাসা ও বিচ্ছেদ
বৃত্তের ভেতরে
চক্রাকারে;

এক ব্যাসার্ধ দূরত্ব নিয়ে।





বৃহস্পতিবার, ২৩ জুন, ২০১৬

প্রেম পোকা



প্রেম পোকা
- যাযাবর জীবন

আমার নিরিবিলি জীবনটা বেশ কাটছিল একান্তে,
হেসে খেলে
স্থলে জলে
সকাল দুপুর মন খুলে
সন্ধ্যে রাত্রি খেলার ছলে,
একদিন তুই হাত ধরতেই দাবানল
পুড়তে থাকলো সময়
পুড়তে থাকলো ঘর
পুড়তে থাকলো জীবন
পুড়ে গেলাম আমি;

এখন আর জ্যোৎস্নায় বোনা হয় না কবিতা
কিংবা নক্ষত্রে বাসর;
এখন জীবন কাটে
থৈ থৈ অন্ধকারে
শরীর থেকে পোকা বাছতে বাছতে;
দগদগে ঘা হয়ে যাওয়া প্রেম পোকা।


বড়ত্বের অহংকার


বড়ত্বের অহংকার
- যাযাবর জীবন

তোমারে ছোট সাজায়ে আমি বড় সাজি
আমি বড় হই,
তোমারে ছোট দেখায়ে আমি বড় হই
অনেক বড় হই,
কি এক বড়ত্বের অহংকারে আমি সেজে রই;

আমি কি হনু রে, আমি কি হনু রে, নিজেরে জাহির
নিজে নিজে সাজি আমি বড় এক ফকির।





বুধবার, ২২ জুন, ২০১৬

কম পরেই যায়



কম পরেই যায়
- যাযাবর জীবন

ইচ্ছে করলেই কি ভালোবাসা হয়?
না ইচ্ছে করলেই ভালোবাসা যায়?
ইচ্ছেমতন যখন তখন
যাকে ইচ্ছে তাকে;
নাকি ভালোবাসা মন দরে বিকোয় হৃদয়ের হাটে?
তোর মনে অনেক প্রেম বুঝি?
বিলাচ্ছিস যাকে তাকে;

শুধু আমার জন্যই কম পরে যায়।


মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

ভালোবাসার উল্টোরথ



ভালোবাসার উল্টোরথ
- যাযাবর জীবন

দুপুরের আকাশেও কেও কেও চাঁদ খোঁজে
কেওবা চাঁদনি
মনের আকাশ অন্ধকার হলে,
রাতের আকাশে যখন তারার মেলা
কেও কেও প্রেম খোঁজে ঘুম চোখে
কেওবা কান্নায় ভাসে;

কারো কারো জীবনটাই চলে উল্টো পথে,
যেমন তোর
যেমন আমার;
আমরা চড়ে বসেছিলাম ভালোবাসার উল্টোরথে।



সোমবার, ২০ জুন, ২০১৬

চাঁদে ভেজা স্বপ্ন



চাঁদে ভেজা স্বপ্ন
- যাযাবর জীবন

আজ চাঁদের তিথি
আজ বড্ড এলোমেলো
আকাশ হাসছে জ্যোৎস্নায়
তুই কাঁদছিস
উড়ছে কিছু সাদা সাদা মেঘ
আমি চাঁদনি দেখি,
কোথা থেকে জানি বকুলের গন্ধ ভেসে আসছে
তোর গায়ের গন্ধে কি জানি একটা ছিল
মাতাল মাতাল,
কোন বাড়িতে যেন কাঁদছে একটা শিশু
আমার ধ্যান ভেঙে দিচ্ছে বার বার
তোকে নিয়ে ভাববার,
বড্ড ইচ্ছে একবার তোকে নিয়ে জ্যোৎস্নায় ভিজব
চুমুতে ভিজতে ভিজতে,
তারপর না হয় তোর ভেতর ডুবসাঁতার;
চাঁদের যদি লজ্জা হয়, না হয় মেঘ ঢেকে দেবে তাকে
যেমন আমি ঢেকে আছি তোকে
আদরে সোহাগে;

জ্যোৎস্নায় স্বপ্নগুলো একটু'তো এলোমেলো হতেই পারে,
চাঁদে ভিজে।


ভালোবাসা অনুভবে



ভালোবাসা অনুভবে
- যাযাবর জীবন

অনেকগুলো দিন পেরিয়ে গেছে
অনেকগুলো মাস
অনেকগুলো বছর
এক যুগ পার হয়ে
আমরা আরেক যুগে,
দেখা হয় নি তোর সাথে
কথা হয় নি মন খুলে
কথা হয় নি চোখ চেয়ে
কথা হয় নি হাত ছুঁয়ে;
তবুও তোর উপস্থিতি হৃদয় জুড়ে
মন ছুঁয়ে
আজো ঠিক তেমনি,
প্রথম দিনের মত;
আর ভালোবাসা অনুভবে।

আর কখনো মুখোমুখি হব কি আমরা?
কি কথা হবে?
রেখে হাত ছুঁয়ে অনুভবে
নাকি শুধুই চোখে চোখ নিশ্চুপ
সেই প্রথম দিনের মত;
আর ভালোবাসা অনুভবে।


শনিবার, ১৮ জুন, ২০১৬

নীল নীলাম্বরী



নীল নীলাম্বরী
- যাযাবর জীবন

শাড়ীতে সেজেছ নীল নীলাম্বরী,
নীল হবার এত সাধ কেন গো নারী?
দেখনি কখনো? কেও কেও নীল হয় বিষে,
ভালোবাসার ঠোঁট চুমে;
প্রেম চেন কি,নারী?
তবে বিষ চিনবে কি করে?

তুমি শুধুই চাঁদনিই দেখেছে
চাঁদ দেখেছ কখনো? খোলা চোখে,
দেখেছ সেখানে কত কত দাগ আছে?
প্রেম চেন কি,নারী?
তবে অমাবস্যা চিনবে কি করে?

এসো, একবার আমায় ছুঁয়ে দিয়ে যাও
নীল চিনে নাও
অন্ধকার দেখে যাও,
তারপর না হয় আলো হও
ভালোবাসার ঘরে।




বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

হাবিজাবি ছড়া



হাবিজাবি ছড়া
- যাযাবর জীবন

মনের ভেতর আজব ঘর
আমার মন আমার পর
তোর মন আমায় চায়
আমার মন তারে চায়;

তোর মন ছটফটায়
মন আমার গান গায়
আগুন জ্বলে তোর মনে
ধোঁয়া ওঠে প্রেমের বনে;

আমার মন শেকল পড়া
তুই হইলি প্রেমে মরা
আমার মন আমার নাই
মন পুড়ি প্রেম পোড়াই;

তোর মনেতে প্রেমের ঘাই
পোড়া এবার প্রেমের ছাই
আমার মনে প্রেম নাই
আমার মন আমার নাই;

আমার এখন ডাক এসেছে
ডাকছে মাটি ভালোবেসে
এবার তো দূরে সর
নতুন করে বাঁধ ঘর।


বুধবার, ১৫ জুন, ২০১৬

ওগো মেয়ে



ওগো মেয়ে
- যাযাবর জীবন

আমি তোমাকে পুরোপুরি চিনি না
ওগো মেয়ে,
তোমাকে দেখেছি ওপর থেকে, ভাসা ভাসা;
কিছুটা চিনেছি তোমার ঠোঁট,
আসলে চিনেছি কি আমি? না চিনেছে আমার ঠোঁট;
কিছুটা হয়তো চিনেছি তোমার চিবুক
তোমার গলা
তোমার বুক
নাভি বেয়ে নেমে গেছি গহীন থেকে গহীনে,
তবুও তোমাকে চিনেছি কি আমি?
না চিনেছে আমার স্পর্শ?
আচ্ছা, স্পর্শে চেনা যায়?
কই হৃদয় চিনতে পারি নি তো তোমার,
অঙ্গাঙ্গী জড়িয়ে থেকে, তোমাতে;

এই যে ভাসাভাসা তুমি
এই যে আবছায়া
কখনো ভালোবাসা
কখনো অধরা
কখনো চেনা চেনা
কখনো খুব অচেনা
আমি খেই হারিয়ে ফেলি তোমায় চিনতে গিয়ে
ওগো মেয়ে;

তবুও জড়িয়ে আছি শরীর দিয়ে
হয়তো কখনো চিনতে পারব এই আশা নিয়ে
ওগো মেয়ে,
আমি চিনতে চাই তোমাকে
আমি চিনতে চাই তোমার ভেতরের তুমি'কে,
ওগো মেয়ে।


মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

স্ট্যাটাস ম্যানিয়া



স্ট্যাটাস ম্যানিয়া
- যাযাবর জীবন

তোমরা যাকে ফেসবুক বল আমি বলি মনবই
সারাদিন এতে আমি মনের কথা কই
সারাদিন আমি এতে বিভোর হয়ে রই;

এবার একটু গভীরে যাই,

বুকে থাকে মন
মন তো মনই
ছুটে চলে যখন তখন
যেখানে সেখানে
চিন্তা ও স্বপ্নে;
আজকাল মন যন্ত্রণা কথা আকারে
ওয়ালে ওয়ালে
যখন ইচ্ছে
মুহূর্তে মুহূর্তে
অনুভূতির রঙে রঙিন হয়ে
মনের রঙ ফেসবুকের দেয়ালে;

সকালে ঘুম ভাংতেই
চায়ের কাপ হাতে ক্লিক
চা খাচ্ছি গো!
আদিখ্যেতা দেখে বাঁচি না
যেন আর মানুষ চা খায় না,
খাবার টেবিলের ছবি তো সকাল দুপুর রাতে
প্রতিদিন ফেসবুক জুড়ে
যেন খাবার আছে শুধুই তার ঘরে
পৌঁছে দিতে হবে ফেসবুকের ঘরে ঘরে
ইদানীং আবার নতুন ঢং শুরু হয়েছে
এক এক জন বিশাল মাষ্টার শেফ
ছবির জায়গায় ভিডিও চলে এসেছে,
আচ্ছা, মানুষের কি আজকাল মাথা খারাপ হয়েছে?

ঘুম ভাংলো তো ক্লিক
ছোট্ট একটি বার্তা - আজ আমার মন ভালো নেই
কিংবা আজ নতুন দিন
আজ মা দিন
আজ বাবা দিন
আজ বৌ দিন
আজ স্বামী দিন
আজ এর জন্মদিন
আজ তার মৃত্যুদিন
দিনের কি আর শেষ আছে?
তবে স্ট্যাটাস কিন্তু থাকতেই হয় প্রতিদিন;
ফেসবুকে স্ট্যাটাস না থাকলে সমাজে কি আর স্ট্যাটাস থাকে?

আহহারে ভার্চুয়াল মানুষগুলোর মনে কত কত কথা!
কারো আনন্দ কারো দুঃখ ব্যথা
মন খারাপ হলেই
বুকের ভেতরের ইচ্ছেগুলো চলে আসে চেহারায়
হলো না কি বুক ফেস?
উল্টো সাজলেই ফেসবুক?

এখানে স্ট্যাটাস থাকবে না তো থাকবে কোথায়?
আমার মাথায়?
পাগলে কি না বলে।



ভুল মানুষ ভুল করে


ভুল মানুষ ভুল করে
- যাযাবর জীবন

চোখের দেখায় আকর্ষণ
আকর্ষণে ভালোলাগা
ভালোলাগায় ভালোবাসা
স্বাভাবিক প্রক্রিয়া,
যেমনটা তুই ভালোবেসেছিলি আমাকে;

না দেখে ভালোবাসা?
হয়,
কখনো কখনো হয়
যখন মন কথা কয়
মনের সাথে মন মিশে রয়
হৃদয়ে হৃদয় কথা হয়
না দেখেও ভালোবাসা হয়,
যেমন তোকে ভালোবেসেছিলাম আমি;

কখনো কখনো চোখের দেখায় দৃষ্টিভ্রম
কখনো কখনো বাহ্যিক রূপে মতিভ্রম
ভুল হয়ে গেলেই কান্না পর্যায়ক্রম
তারপর হৃদয়ে হৃদয়ে ক্ষরণ,
ভুল হতেই পারে
হৃদয় তো আর পাথর নয়
আজ তোকে দেখলে বড্ড মায়া হয়
অনেক মানা করেছিলাম তোকে ভুল করার সময়
ভুল করে ভুল মানুষ'কে ভালোবাসার সময়;

আচ্ছা, ভালোবাসা না হলে কি হয়?

একটা জীবন কাটাতে চাই ভুল না করে
একটা জীবন কাটাতে চাই কাওকে ভালো না বেসে
একটা জীবন না হয় পাথর হৃদয়
ভালোবাসার মনঘরে।



সোমবার, ১৩ জুন, ২০১৬

পরিচয়



পরিচয়
-যাযাবর জীবন

আমার কাছে অনেক প্রশ্ন তোমাদের
আমি নিজেই উত্তর খুঁজছি,
অনেক কিছুই বল তোমরা
আমি চুপ করে শুনে যাই,
আমি হয়তো ভাষাহীন, নয়তো বাক্যহীন
কিংবা কে জানে? বোধহয় বোবা;

মানুষের পৃথিবীতে অনেক আগেই বেমানান হয়ে গেছি
অবহেলা, অপমান তো শুধুই নীলরক্ত মানুষের জন্য
ন-মানুষের তাতে কি যায় আসে?
লাল রক্ত তো পশুরও থাকে;
আমি হয়তো মানুষ নই, অন্যকিছু
হয়তো পশু নয়তো দানব
নয়তো মাটি কিংবা পাথর।

জবাব খুঁজে যাচ্ছি নিজের মাঝে, ক্রমাগত.....................

রবিবার, ১২ জুন, ২০১৬

তুই আমি দুজনে



তুই আমি দুজনে

- যাযাবর জীবন

এই যে সকাল আর এই রবি
এই যে দুপুর খাঁ খাঁ রৌদ্দুর
এই যে সন্ধ্যে ছিমছাম গোধূলি
এই যে রাত মনমোহন চাঁদ
ঝুম বৃষ্টি তো মনখারাপ
অনুভব ভাগাভাগি তুই আর আমি
একসাথে দুজনে এক হয়ে দুজনার;

তোর সাথে রাগ
তোর সাথে অভিমান
তোকে ছুঁয়ে থাকা, না পেলে মনখারাপ
তোকে ভালোবাসা, ছেলেবেলার স্বভাব;
সেই কত দিন হয়ে গেছে বলতো?
জড়িয়ে আছিস তুই আমাতে
আমি তোতে
শরীরে শরীরে
অনুভবে অনুভবে
ভালোবেসে আর ভালোবেসে
মন আর মনে
একসাথে দুজনে;

দিন ক্ষণ মাসের হিসেব রাখিনি
ভালোবাসি শুধু এইটুকু জানি
জন্ম থেকে আজ অবধি
ভালোবাসি তোকে
শুধুই তোকে।



নিঃস্পৃহতা



নিঃস্পৃহতা
- যাযাবর জীবন

এপারে চাঁদ ওপারে তুই
মাঝে গ্রহণ
সূর্যের আরশিতে চোখ রাখে বোকারা
আর আমি;
পাহাড়ের ওপর পাহাড়
তার ওপর পাহাড়
তারও ওপারে আমি
তোর থেকে দিগন্ত দূরে;
আমায় কেন খুঁজিস?
প্রেম জ্বলে যাবার পরে।

তুই হ্রদ আর হৃদয় কে এক করে ফেলেছিস
আমি চোখে লবণ চাখি,
এখন আমাদের আর দেখা হয় না
দুজনার চোখেই নিঃস্পৃহ নীরবতা!




হাতে হাতে হাত


হাতে হাতে হাত
- যাযাবর জীবন

সেদিনও দিন ছিল
হাতে হাতে হাত
সম্মুখে অজানা পথ
মনে সঙ্কল্প
পথ পাড়ি দেবার;
তারপর সময় গড়ায়
সময় গড়ায়
মসৃণ পথ ধীরে ধীরে অমসৃণ
তারপর বন্ধুর হতে হতে দুর্গম
পায়ে কাঁটার আঘাত
সম্পর্কে স্বার্থের ক্ষত,
হাত ধরে রাখতে পারে কজন?
শেষ পর্যন্ত।
ভালোবেসে আর ভালোবেসে।



দাবাড় ঘুটি



দাবাড় ঘুটি
- যাযাবর জীবন

সবাই আমরা দাবাড় ঘুটি
কেও রাজা কেও মন্ত্রী
কেও রানী কেও সন্ত্রী
নিজেদের রাজ্যে;
দাবা খেলছে অন্য একজন
কোথাও ওপরে বসে;
চাল তার হাতে
আমরা শুধু সাদাকালো ঘরগুলোর এমাথা ওমাথা ঘুরি
আর চৌষট্টি ঘরকেই নিজেদের সাম্রাজ্য মনে করি;
ওপর ওয়ালা হাসে
ওপরে বসে।




শনিবার, ১১ জুন, ২০১৬

কবিতায়ন



কবিতায়ন
- যাযাবর জীবন

কিছু অবোধ্য শব্দ
ছড়িয়ে ছিটিয়ে বাতাসে
এখানে ওখানে সেখানে
তবলা বাজায়
কীবোর্ড মাথায়
ভায়োলিন গিটার সিম্ফনি
নূপুর ঘুঙুর রিনিঝিনি
শব্দের পরে শব্দ আসে
সাজে না কোথাও
কেবল শব্দ টঙ্কার,
জল বৃষ্টি কান্না
বুধ শুক্র রবি
ব্রা ভেজা কাম
শীৎকারের ঘ্রাণ
বাজছে
বাজছে ধা তিন তা
উড়ছে
শব্দেরা উড়ছে
এখানে ওখানে সেখানে
কুড়োচ্ছি আমি তুই সে
সেঁটে দিচ্ছি খাতায়,
ব্যাস, কবিতা;

কিসের শব্দ চয়ন?
কোথায় কথার বুনন?
কে বলেছে অর্থ খুঁজতে?
শুধুই কবিতায়ন;
বোধেরও বোধ থাকে,
কাগজে শব্দ বসলেই কবিতা।

আমি কবিতা বুঝি না।


অহংকারী



অহংকারী
- যাযাবর জীবন

তুই এখনো একই রকম
যেমনটা লেখা আছে ইতিহাস জুড়ে,
হে নারী;
তুই চির অহংকারী।

কতটা নয়ন ঝরলে
বৃষ্টি হয় নোনা?
কতটা ভালোবাসলে
প্রেম হয় বোনা?
কতদূর চোখ চাইলে তুই দৃষ্টির ভেতরে?
কতটুকু ভালোবাসলে নারী বুকের ঘেরে?

ঝুল বারান্দায় দোলনাটা এখনো তেমনি
তোর অপেক্ষায়,
আর তুই পেছন ফেরা, অহংকারী;
আমি দেখি আর তোকে আঁকি।

তোর মনের চালে রিমঝিম কান্না ঝরতে থাকুক,
আমি খাতায় শব্দ বুনি।




শুক্রবার, ১০ জুন, ২০১৬

ভালো আর খারাপ থাকা



ভালো আর খারাপ থাকা

- যাযাবর জীবন

যখন মন উদাস
মনের আকাশে বাস
আজ ভালো আছি

যখন মন দুপুর
বাইরে বৃষ্টি নূপুর
এখন ভালো আছি

যখন মন বিকেল
মনের চরকায় তেল
ভালো থাকার চেষ্টা

যখন মন সন্ধ্যা
চারিদিক যুঁই গন্ধ্যা
আমার মন খারাপ

যখন রাত নামে
সে ভালোবাসি বলে কানে কানে
আমি অন্ধকার হয়ে যাই

ভালো কিংবা খারাপ সময়ের প্রভাব
মন থাকে মনের ভাঁড়ে
সকাল দুপুর সন্ধ্যে কিংবা রাতের আঁধারে

ভালো থাকিস তুই
ভালো থেকো তুমি
দিন রাত্রির অষ্ট প্রহরে।



বুধবার, ৮ জুন, ২০১৬

বাবা ডাকে



বাবা ডাকে
- যাযাবর জীবন

ইদানীং আয়নার দিকে চোখ পড়লেই চমকে উঠি
যেন আমি না আমার বাবা দাঁড়িয়ে, আয়নার ওপারে
তবে কি বাবা ডাকছে?
সময় কি ঘনিয়েছে?
খুব কি একা লাগে মাটির ঘরে?
তাইতো বাবা ডাকছে আমায় সঙ্গ দিতে
ডাকছে আমায় আদর করে;

বড্ড চমকে উঠি চোখ পড়লেই, আয়নার ওপারে,
বাবা ডাকে।

কলা কলা



কলা কলা
- যাযাবর জীবন

সবচেয়ে কম খরচে
পুষ্টি তালিকায় শীর্ষে পাকা কলা
সবচেয়ে কম প্রচেষ্টায়
ক্ষতির তালিকায় শীর্ষে নারীর কলা;
ভক্ষক ও দর্শক, নর
বোকার তালিকার শীর্ষে থেকে।

তবুও কলা দেখি কলা খাই
ছিলকায় পা পিছলাই
আবার নারীতেই মন হারাই।

মঙ্গলবার, ৭ জুন, ২০১৬

কথায় কথায়



কথায় কথায়
- যাযাবর জীবন

কথায় কথায় কবিতা হয়
কথায় কথায় গান হয়
গানে গানে জীবন কথা
জীবন কোন স্বপ্ন নয়;

যখন তখন মন অভিমান
মান ভাঙাতে রাত্রি পার
তিক্ত কথায় মন ভেঙে যায়
তোর কথাতে ভীষণ ধার;

কথায় কথায় মন ভাঙলাম
কথার শেষে ঠোঁট ঘুমোলাম
প্রেমে যতি কথায় কথায়
সম্পর্কের ইতি কথায় কথায়;

তোর কিছু চুল জড়িয়ে আছে ঘুম বালিশে
মান ভাঙলে নিয়ে যাস এসে।





সোমবার, ৬ জুন, ২০১৬

ভালো লাগা আর না লাগা



ভালো লাগা আর না লাগা
- যাযাবর জীবন

বসবাস একসাথে
একছাদে একঘরে
তবুও যেন দুজন, যোজন যোজন দূরে
তুই আর সে;
এক চাঁদ দূরত্ব তোর আর আমার
মনের দূরত্ব খুঁজে পাওয়া ভার;
কাছে, দূরে যেখানেই থাকিস
সারাক্ষণই আমায় ছুঁয়ে থাকিস, অনুভবে।

মাঝে মাঝে
খুব মাঝে মাঝে
যখন কিছুই ভালো লাগে না
তখন চাঁদ দেখি;
তুই আমার চাঁদনি।



পার্থক্য, বোধের



পার্থক্য, বোধের
- যাযাবর জীবন

হাত থেকে তালু যতটুকু দূরে
আমা থেকে ঠিক ততটুকু দূরে ছিলি তুই
আজ শূন্য যেখানে শব্দ
ঠিক সেখানেই তুই,
অলিন্দ থেকে নিলয় যতটুকু দূরে
আমা থেকে তার চেয়ে বেশী দূরে ছিলি কি তুই?
ভালোবাসা যেখানে অনুভূতি
সেখানে আজ আর নেই তুই;

বোঝার ভুল ছিল তোর আর আমার,
শব্দ ও কথার
অনুভূতি ও ভাষার
কি জানি হয়তো বুঝতে ভুল হয়েছিল তোর
কিংবা বোঝাতে আমার;

বুঝিস নি তুই হাত ছুঁয়ে দেয়া আর হৃদয় ছুঁয়ে থাকার পার্থক্য
বুঝিস নি ঠোঁটের স্পর্শ আর চুমুর পার্থক্য
বুঝিসনি ভালোবাসা আর ভালোলাগা অনুভূতির পার্থক্য টুকুও,
চাওয়া আর পাওয়ার মাঝের অনেক অনেক পার্থক্য ছিল
তোর আর আমার;
আজ কত সহজেই না বুঝে গিয়েছিস
অঙ্কের শূন্য আর হৃদয়ের শূন্যতার পার্থক্য,
শূন্য হয়ে।



শনিবার, ৪ জুন, ২০১৬

আমি কে? - ভার্চুয়ালে



আমি কে? - ভার্চুয়ালে
- যাযাবর জীবন

ভার্চুয়াল নদী থেকে মুখ তুলেই
আমার পরিচয় জানতে চায় ভার্চুয়াল জলকুমারী,
আমি চুপ করে থাকি;

আমি কে?
আসলেই তো আমি কে এই ভার্চুয়ালে?
আমি কেও না
আমি বস্তুও না প্রাণীও না
আমি ভূতও না প্রেতও না
আবার ঠিক মানুষও না;
আমার কোন অস্তিত্ব নেই
শুধু মাঝে মাঝে আমার উপস্থিতি আছে
ভারচুয়ালে;
আমার কোন চেহারা নেই
মানুষের মত
একটি অবয়ব হয়তো আছে
মানুষের কাছাকাছি কিংবা অন্য কোন প্রাণীর মত;
ভার্চুয়ালের কোন সময় নেই
যদিও সে একটা টাইম মেশিন,
তবে আমি অনেকটা সময় কাটাই এখানে;
ভার্চুয়ালের চরিত্রগুলোর কোন বয়স নেই
তবে আমার বয়স অনেক
মানুষের হিসাবে এই ধর
সত্তর এর একটু কম
কিংবা আশি থেকে একটু বেশী,
কি এসে যায় বয়সে?
বেঁচে তো আছি ভার্চুয়ালে
মরা ও বাঁচার মাঝামাঝি ঝুলে;

কোন একদিন ইলেক্ট্রিসিটি চলে গেলে
কিংবা কোন একদিন মোবাইলের ব্যাটারি ফুরিয়ে গেলে
কিংবা কোন একদিন নেট ডিসকানেক্ট হলে,
আমিও নেই হয়ে যাব, মানুষ হয়ে।

শুক্রবার, ৩ জুন, ২০১৬

রঙ্গিলার রং



রঙ্গিলার রং
- যাযাবর জীবন

হরেক রং এর মানুষ তার হরেক রং এর মন
হরেক সুখের অনুভূতি দুঃখ হরেক রকম
হরেক মনে হরেক প্রেম হরেক তার জ্বালা
হরেক প্রেমের হরেক টানে জীবন কালা কালা
নারী তুই রঙ্গিলা কত তোর রং;
হরেক মানুষ হরেক জীবন
হরেক আশার হয় মরণ
হরেক প্রেম হরেক কাম
আছে যৌবন তো আছে দাম
কলাবতী নারী তুই কত তোর ঢং;
একেক প্রেমের একেক ধরণ
ভার্চুয়াল প্রেম ক্ষতির কারণ
হরেক ছলা হরেক কলা
বুঝি না নারীর ছলাকলা
ক্ষমা কর'রে নারী তুই করিস নে আর ঢং
মাফ করে দে নর'রে তুই সাজাস নে আর সঙ।

বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬

"স্পর্শ" - শুরু থেকে সমাপ্তি



"স্পর্শ" - শুরু থেকে সমাপ্তি
- যাযাবর জীবন

একসময় স্পর্শ ছিল স্বপ্ন
একটু ছুঁয়ে দেয়ার আশা,
পরিচয়ের পর থেকে
স্পর্শ হলো সাধনা,
তারপর স্পর্শে কামনা
চুমুতে শুরু সমাপ্তি বিছানা;
তারপর থেকে মুঠোর মাঝে স্পর্শ
যখন ইচ্ছে তখন
একদম নিজের মাঝে
নিজের করে নিজের মতন;
তারপর দিন যায়
স্পর্শের রূপ বদলায়,
একসময় স্পর্শ নির্ভরতা
জীবন যুদ্ধে পাশে থাকার অনুভব
ভালো ও খারাপ সময়ের বান্ধব
আছে, কেও তো আছে, স্পর্শে পাশে;
তারপর স্পর্শ ভরসা
ঘুমের মাঝেও ছুঁয়ে থাকা
নিতান্ত অভ্যেস বসে
রাত ঘুমে যদি মৃত্যু আসে
কেও তো আছে পাশে
জড়িয়ে নিবিড় স্পর্শে;

তোর আর আমার এই ছুঁয়ে থাকার মাঝে
এক সময় বাঁধা হয়ে দাঁড়াবে
এক টুকরো সাদা কাফন;
সাদা কাপড়ে মোড়ার আগে শেষবার
একটু স্পর্শ দিতে ভুলিস না যেন
আমার কপালে তখন;
তারপর থেকে'তো শুধুই স্পর্শের অভাব,
তোর, একলা বিছানায়
আমার, মাটির ঘরে।



চেহারা ও মন



চেহারা ও মন
- যাযাবর জীবন

ফেসবুক জুড়ে তোর ফেস
আর মনবুকে খোলা মনাবেগ
তোর একঘেয়ে ফেস আর বুক দেখে দেখে ক্লান্ত দুচোখ
এর থেকে অন্ধকার ঢের ভালো;

চাঁদের ফেস সবাই দেখে চাঁদনি রাতে
চাঁদনির মনবই পড়েছে কে?
আমি চাঁদনি চাখি জ্যোৎস্না রাতে
তুই আমাকে
এভাবে কি প্রেম হয়?

তোর উপস্থিতি আমার চোখে শুধুই ফেসবুকে
আমি তোর মনের ভাঁজে ভাঁজে
এভাবে কি প্রেম হয়?

কত ভাবে বুঝিয়েছি তোকে প্রেম কোন খাদ্য নয়
সবার সাথে প্রেম হতে নয়
বারবার তোরই বদহজম হয়;

আমি সমবেদনা জানাতে পারি
ভালোবাসা নয়।

বুধবার, ১ জুন, ২০১৬

জলকুমারী



জলকুমারী
- যাযাবর জীবন

রোদ কোথায় দুপুরে?
আকাশে পেঁজা পেঁজা মেঘ ভাসে
মেঘের রঙ বদলায় ক্ষণে ক্ষণে
মনের সাথে সাথে
আজ দুপুরটাও ঘুমিয়ে গেছে মনখারাপে
আমারও ডুবতে ইচ্ছে করছে তোতে;

আজ মন ডুবছে রূপসার গভীরে
ওখানে এক জলকুমারীর বাস
আজ বৃষ্টি নেমেছে পশুরে
মনে কান্নার চাষ,
আজ ঝড় উঠেছে মনে
উঠে আয় জলকুমারী আমায় ডুবিয়ে দিতে;

একদিন ভালোবাসা ঠিক সিঁদ কাটবে তোর জানালায়
একদিন মন খারাপের রাতে তুই ভাসবি কান্নায়
একদিন রক্ত বের হবে মনকরাতের ধারে
একদিন কাঁদবি তুই এসে এই রূপসার পারে
যেখানে আজ ডুবে গেছি মনখারাপের ভারে;
সেদিন পাবি কোথায় আমারে?

আচ্ছা থাক সে সব কথা
আজ চল ঘুমাই দুপুরস্বপ্নে মেঘ অন্ধকারে।