দাবাড় ঘুটি
- যাযাবর জীবন
সবাই আমরা দাবাড় ঘুটি
কেও রাজা কেও মন্ত্রী
কেও রানী কেও সন্ত্রী
নিজেদের রাজ্যে;
দাবা খেলছে অন্য একজন
কোথাও ওপরে বসে;
চাল তার হাতে
আমরা শুধু সাদাকালো ঘরগুলোর এমাথা ওমাথা ঘুরি
আর চৌষট্টি ঘরকেই নিজেদের সাম্রাজ্য মনে করি;
ওপর ওয়ালা হাসে
ওপরে বসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন