ওগো মেয়ে
- যাযাবর জীবন
আমি তোমাকে পুরোপুরি চিনি না
ওগো মেয়ে,
তোমাকে দেখেছি ওপর থেকে, ভাসা ভাসা;
কিছুটা চিনেছি তোমার ঠোঁট,
আসলে চিনেছি কি আমি? না চিনেছে আমার ঠোঁট;
কিছুটা হয়তো চিনেছি তোমার চিবুক
তোমার গলা
তোমার বুক
নাভি বেয়ে নেমে গেছি গহীন থেকে গহীনে,
তবুও তোমাকে চিনেছি কি আমি?
না চিনেছে আমার স্পর্শ?
আচ্ছা, স্পর্শে চেনা যায়?
কই হৃদয় চিনতে পারি নি তো তোমার,
অঙ্গাঙ্গী জড়িয়ে থেকে, তোমাতে;
এই যে ভাসাভাসা তুমি
এই যে আবছায়া
কখনো ভালোবাসা
কখনো অধরা
কখনো চেনা চেনা
কখনো খুব অচেনা
আমি খেই হারিয়ে ফেলি তোমায় চিনতে গিয়ে
ওগো মেয়ে;
তবুও জড়িয়ে আছি শরীর দিয়ে
হয়তো কখনো চিনতে পারব এই আশা নিয়ে
ওগো মেয়ে,
আমি চিনতে চাই তোমাকে
আমি চিনতে চাই তোমার ভেতরের তুমি'কে,
ওগো মেয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন