মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

ভুল মানুষ ভুল করে


ভুল মানুষ ভুল করে
- যাযাবর জীবন

চোখের দেখায় আকর্ষণ
আকর্ষণে ভালোলাগা
ভালোলাগায় ভালোবাসা
স্বাভাবিক প্রক্রিয়া,
যেমনটা তুই ভালোবেসেছিলি আমাকে;

না দেখে ভালোবাসা?
হয়,
কখনো কখনো হয়
যখন মন কথা কয়
মনের সাথে মন মিশে রয়
হৃদয়ে হৃদয় কথা হয়
না দেখেও ভালোবাসা হয়,
যেমন তোকে ভালোবেসেছিলাম আমি;

কখনো কখনো চোখের দেখায় দৃষ্টিভ্রম
কখনো কখনো বাহ্যিক রূপে মতিভ্রম
ভুল হয়ে গেলেই কান্না পর্যায়ক্রম
তারপর হৃদয়ে হৃদয়ে ক্ষরণ,
ভুল হতেই পারে
হৃদয় তো আর পাথর নয়
আজ তোকে দেখলে বড্ড মায়া হয়
অনেক মানা করেছিলাম তোকে ভুল করার সময়
ভুল করে ভুল মানুষ'কে ভালোবাসার সময়;

আচ্ছা, ভালোবাসা না হলে কি হয়?

একটা জীবন কাটাতে চাই ভুল না করে
একটা জীবন কাটাতে চাই কাওকে ভালো না বেসে
একটা জীবন না হয় পাথর হৃদয়
ভালোবাসার মনঘরে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন