রবিবার, ১২ জুন, ২০১৬

নিঃস্পৃহতা



নিঃস্পৃহতা
- যাযাবর জীবন

এপারে চাঁদ ওপারে তুই
মাঝে গ্রহণ
সূর্যের আরশিতে চোখ রাখে বোকারা
আর আমি;
পাহাড়ের ওপর পাহাড়
তার ওপর পাহাড়
তারও ওপারে আমি
তোর থেকে দিগন্ত দূরে;
আমায় কেন খুঁজিস?
প্রেম জ্বলে যাবার পরে।

তুই হ্রদ আর হৃদয় কে এক করে ফেলেছিস
আমি চোখে লবণ চাখি,
এখন আমাদের আর দেখা হয় না
দুজনার চোখেই নিঃস্পৃহ নীরবতা!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন