বাবা ডাকে
- যাযাবর জীবন
ইদানীং আয়নার দিকে চোখ পড়লেই চমকে উঠি
যেন আমি না আমার বাবা দাঁড়িয়ে, আয়নার ওপারে
তবে কি বাবা ডাকছে?
সময় কি ঘনিয়েছে?
খুব কি একা লাগে মাটির ঘরে?
তাইতো বাবা ডাকছে আমায় সঙ্গ দিতে
ডাকছে আমায় আদর করে;
বড্ড চমকে উঠি চোখ পড়লেই, আয়নার ওপারে,
বাবা ডাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন