শনিবার, ১১ জুন, ২০১৬

অহংকারী



অহংকারী
- যাযাবর জীবন

তুই এখনো একই রকম
যেমনটা লেখা আছে ইতিহাস জুড়ে,
হে নারী;
তুই চির অহংকারী।

কতটা নয়ন ঝরলে
বৃষ্টি হয় নোনা?
কতটা ভালোবাসলে
প্রেম হয় বোনা?
কতদূর চোখ চাইলে তুই দৃষ্টির ভেতরে?
কতটুকু ভালোবাসলে নারী বুকের ঘেরে?

ঝুল বারান্দায় দোলনাটা এখনো তেমনি
তোর অপেক্ষায়,
আর তুই পেছন ফেরা, অহংকারী;
আমি দেখি আর তোকে আঁকি।

তোর মনের চালে রিমঝিম কান্না ঝরতে থাকুক,
আমি খাতায় শব্দ বুনি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন