বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

হাবিজাবি ছড়া



হাবিজাবি ছড়া
- যাযাবর জীবন

মনের ভেতর আজব ঘর
আমার মন আমার পর
তোর মন আমায় চায়
আমার মন তারে চায়;

তোর মন ছটফটায়
মন আমার গান গায়
আগুন জ্বলে তোর মনে
ধোঁয়া ওঠে প্রেমের বনে;

আমার মন শেকল পড়া
তুই হইলি প্রেমে মরা
আমার মন আমার নাই
মন পুড়ি প্রেম পোড়াই;

তোর মনেতে প্রেমের ঘাই
পোড়া এবার প্রেমের ছাই
আমার মনে প্রেম নাই
আমার মন আমার নাই;

আমার এখন ডাক এসেছে
ডাকছে মাটি ভালোবেসে
এবার তো দূরে সর
নতুন করে বাঁধ ঘর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন