পার্থক্য, বোধের
- যাযাবর জীবন
হাত থেকে তালু যতটুকু দূরে
আমা থেকে ঠিক ততটুকু দূরে ছিলি তুই
আজ শূন্য যেখানে শব্দ
ঠিক সেখানেই তুই,
অলিন্দ থেকে নিলয় যতটুকু দূরে
আমা থেকে তার চেয়ে বেশী দূরে ছিলি কি তুই?
ভালোবাসা যেখানে অনুভূতি
সেখানে আজ আর নেই তুই;
বোঝার ভুল ছিল তোর আর আমার,
শব্দ ও কথার
অনুভূতি ও ভাষার
কি জানি হয়তো বুঝতে ভুল হয়েছিল তোর
কিংবা বোঝাতে আমার;
বুঝিস নি তুই হাত ছুঁয়ে দেয়া আর হৃদয় ছুঁয়ে থাকার পার্থক্য
বুঝিস নি ঠোঁটের স্পর্শ আর চুমুর পার্থক্য
বুঝিসনি ভালোবাসা আর ভালোলাগা অনুভূতির পার্থক্য টুকুও,
চাওয়া আর পাওয়ার মাঝের অনেক অনেক পার্থক্য ছিল
তোর আর আমার;
আজ কত সহজেই না বুঝে গিয়েছিস
অঙ্কের শূন্য আর হৃদয়ের শূন্যতার পার্থক্য,
শূন্য হয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন