বুধবার, ১ জুন, ২০১৬

জলকুমারী



জলকুমারী
- যাযাবর জীবন

রোদ কোথায় দুপুরে?
আকাশে পেঁজা পেঁজা মেঘ ভাসে
মেঘের রঙ বদলায় ক্ষণে ক্ষণে
মনের সাথে সাথে
আজ দুপুরটাও ঘুমিয়ে গেছে মনখারাপে
আমারও ডুবতে ইচ্ছে করছে তোতে;

আজ মন ডুবছে রূপসার গভীরে
ওখানে এক জলকুমারীর বাস
আজ বৃষ্টি নেমেছে পশুরে
মনে কান্নার চাষ,
আজ ঝড় উঠেছে মনে
উঠে আয় জলকুমারী আমায় ডুবিয়ে দিতে;

একদিন ভালোবাসা ঠিক সিঁদ কাটবে তোর জানালায়
একদিন মন খারাপের রাতে তুই ভাসবি কান্নায়
একদিন রক্ত বের হবে মনকরাতের ধারে
একদিন কাঁদবি তুই এসে এই রূপসার পারে
যেখানে আজ ডুবে গেছি মনখারাপের ভারে;
সেদিন পাবি কোথায় আমারে?

আচ্ছা থাক সে সব কথা
আজ চল ঘুমাই দুপুরস্বপ্নে মেঘ অন্ধকারে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন