হাতে হাতে হাত
- যাযাবর জীবন
সেদিনও দিন ছিল
হাতে হাতে হাত
সম্মুখে অজানা পথ
মনে সঙ্কল্প
পথ পাড়ি দেবার;
তারপর সময় গড়ায়
সময় গড়ায়
মসৃণ পথ ধীরে ধীরে অমসৃণ
তারপর বন্ধুর হতে হতে দুর্গম
পায়ে কাঁটার আঘাত
সম্পর্কে স্বার্থের ক্ষত,
হাত ধরে রাখতে পারে কজন?
শেষ পর্যন্ত।
ভালোবেসে আর ভালোবেসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন