শুক্রবার, ২৪ জুন, ২০১৬

ভালোবাসার বৃত্ত


ভালোবাসার বৃত্ত
- যাযাবর জীবন

চোখাচোখি
ভালোলাগা
কাছে আসা
প্রেম
আকাশে ওড়া
ভালোবাসার কাল,
অভিমান
অসন্তোষ
বিবাদ
বিচ্ছেদ
ক্ষরণ
জলে ভাসা
বিরহ কাল;

আবার চোখাচোখি
..
..
..
..
চক্র চক্রাকারে;

কেও ভালোবাসার খোঁজে হৃদয় খাঁজে
কেও ভালোবাসা পায় উরুর ভাঁজে,

বৃত্ত বন্দী ভালোবাসা বৃত্তের ভেতরে
পরিধি ছুঁয়েছে কে কবে?

শরীর আর মন
ভালোবাসা ও বিচ্ছেদ
বৃত্তের ভেতরে
চক্রাকারে;

এক ব্যাসার্ধ দূরত্ব নিয়ে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন